ঢাকা: বাংলায় প্রবাদ আছে ‘শাক দিয়ে মাছ ঢাকা যায় না’। কথাটির ভাবার্থ হচ্ছে-সত্য কখনও গোপন থাকে না।
সম্প্রতি রিপাবলিকান এই প্রার্থীর বিরুদ্ধে এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে। সেই সঙ্গে ফাঁস হয় একনারীকে নিয়ে অশালীন মন্তব্য।
এমন পরিস্থিতিতে ফের যৌন হয়রানির অভিযোগ উঠেছে ট্রাম্পের বিরুদ্ধে। এবার দুই নারী এই অভিযোগ তুলেছেন। শনিবার (১৫ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর জানায়। নারী কেলেঙ্কারি যেন তার পিছুই ছাড়ছে না।
অভিযোগকারী দু’জনের মধ্যে সামার জারভোস নামে একজন জানিয়েছেন, ২০০৭ সালের দিকে চাকরির আলোচনার সময় ট্রাম্প তার সঙ্গে জোর করে যৌন সম্পর্ক করার চেষ্টা করেছেন।
ক্রিস্টিন অ্যান্ডারসন নামে অপর অভিযোগকারী বলেছেন, নিউইয়র্কের একটি ক্লাবে ট্রাম্প তার সঙ্গে অশালীন আচরণ করেন। তার দাবি, রিপাবলিকান এই প্রার্থী তার কাপড়ের ভেতর দিয়ে হাত দিয়েছিলেন।
যদিও বরাবরের মতো ট্রাম্প এবারও এসব অভিযোগকে ভিত্তিহীন এবং গাঁজাখোরী গল্প বলে উড়িয়ে দিয়েছেন। ট্রাম্পের দাবি, তিনি একজন ‘ভিকটিম’, তার বিরুদ্ধে এসব কুৎসা রটানো হচ্ছে, মিথ্যা বলা হচ্ছে।
আরেক খবরে বলা হচ্ছে, বেশ কয়েকজন নারীর শরীরে অনাকাঙিক্ষত স্পর্শ এবং অনুমতি ছাড়া চুম্বন দেওয়ার অভিযোগ উঠেছে ট্রাম্পের বিরুদ্ধে।
সম্প্রতি ফাঁস হওয়া ট্রাম্পের অশালীন মন্তব্যের অডিও টেপ প্রকাশের পর থেকে নারীঘটিত অভিযোগ গুরুত্ব সহকারে খতিয়ে দেখা প্রয়োজন মনে করছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৬
আরএইচএস/টিআই